বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে তথা এন্ট্রি লেভেলে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে এমপিওভূক্ত শূন্য পদের
অনলাইনে চাহিদা (ই- রিকুইজিশন) এবং তিন বছরের শূন্য পদের তথ্য প্রদানের সময়সীমা ১৭ নভেম্বর ২০২৪ খ্রি: রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করেছে। এনটিআরসিএ’র পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান কর্তৃক স্বাক্ষরিত ১০/১১/২০২৪ ইং তারিখের প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। অনলাইনে চাহিদা প্রদানের পর পরবর্তী তিন দিনের মধ্যে ই- রেজিষ্ট্রেশন ফি জমা প্রদান করতে হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে আরো জানা যায়, কোন শিক্ষা প্রতিষ্ঠান ই- রিকুইজিশন বা শূন্য পদের চাহিদা প্রদানের ক্ষেত্রে কোন ভুল করে থাকলে পরবর্তীতে এডিট অপশন চালু করা হলে ঐ প্রতিষ্ঠান শূন্য পদের চাহিদা সংক্রান্ত তথ্য সংশোধন করতে পারবেন।
ইতোপূর্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে এনটিআরসিএ’তে শূন্য পদের তথ্য প্রদানের সর্বশেষ তারিখ ছিল ১০ নভেম্বর ২০২৪ খ্রি:।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।