আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারি এক নারীকে আটক করা হয়।

আটক নারী হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত তৈয়ব গোলাল এর মেয়ে রায়লা বেগম (৫৫)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১১ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনে হ্নীলা চৌধুরীপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তির পিঠে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল তল্লাশি করে চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ কক্সবাজারগামী একটি (পালকি পরিবহণ) বাসে তল্লাশিকালীন একজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। উক্ত নারীর স্বীকারোক্তিতে তার হাতে থাকা নাস্তার ব্যাগের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭ শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক কৃত আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।