পেকুয়া সংবাদদাতা:
পেকুয়া গন অধিকার পরিষদ নেতা সদর ইউনিয়ন পরিষদের ৮নং ইউপি সদস্য সাহেদুল ইসলাম সাহেদ সহ ১৩ জনের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করেন
মোহাম্মদ আলা উদ্দিন (৬২) নামে এক বয়োবৃদ্ধ।

১১ নভেম্বর (সোমবার) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পহরচাঁদা এলাকার বাসিন্দা বয়োবৃদ্ধ মোহাম্মদ আলা উদ্দিন (৬২) বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- 8/59QY5 ১৮৬।

মামলার এজাহার সুত্রে জানা যায় গত ৮ নভেম্বর শুক্রবার বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় পেকুয়া উপজেলাধীন পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব মেহেরনামা রাবার ড্যাম সংলগ্ন উত্তর পাশে বাদীর প্রবাসী জামাতা ফজল করিম, মৌলভী শফি উল্লাহ, আব্দুল গণি, এর চাষাবাদের জমিতে বয়োবৃদ্ধ আলাউদ্দিন চাষাবাদ দেখতে গেলে পেকুয়া সদর ইউনিয়নের ৮ নং ইউপি সদস্যের শাহেদ মেম্বারের নেতৃত্বে তৈয়ব,রাশেদসহ বেশ কয়েকজনের একটি গ্রুপ অতর্কিত হামলা চালায়। এতে বয়োবৃদ্ধ আলাউদ্দিন (৬২) গুরুতর আহত হয়। এসময় বয়োবৃদ্ধ আলাউদ্দিনকে উদ্ধার করতে জালাল উদ্দিন (৩২)তাহসিন আবরার (২২)আরিফুল ইসলাম (৩৫) এগিয়ে আসলে তাদেরকেও হামলা করে গুরুতর আহত করে। মামলায় গন অধিকার পরিষদ নেতা ইউপি সদস্য সাহেদুল ইসলাম সাহেদকে ৩নং আসামী করা হয়। বাদী ওই ইউপি সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে লিখেন, ওই ইউপি সদস্যের হাতে থাকা ধারালো কিরিচ দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথার উপরিভাগে স্বজোরে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত হাঁড়কাটা জখম করে।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান,পেকুয়া থানায় একটি গুরুতর হত্যা চেষ্টা মামলায় রুজ করা হয়,বাদীর এজাহারে একজন ইউপি সদস্যকে আসামি করা হয়, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মামলার আসামী হলেন ১। মোঃ রাসেল (৩২), পিতা- নাজেম উদ্দিন বাবুল, ২। নাজেম উদ্দিন বাবুল (৫০), পিতা- মৃত আহামদ হোছন, ৩। শাহেদুল ইসলাম (২৮), পিতা- কামাল হোসেন, ৪। আরিফুল ইসলাম (৩২), পিতা- আহামদ হোছন, ৫। মোঃ মামুন (৪০), পিতা- মৃত জাফর আলম, ৬। মোঃ তৈয়ব (৪২), ৭। মোঃ সোলতান (৩৮), উভয় পিতা- মৃত জাফর আলম, ৮। মোঃ শোয়াইব (৩২), পিতা- মৃত ছৈয়দ আহামদ, ৯। মোঃ ফখরুদ্দিন (২৫), পিতা- মৃত খলিলুর রহমান, ১০। মোঃ জিয়াবুল হক (৩৫), পিতা- মৃত মোজাহের আহামদ, ১১। শহিদুল ইসলাম (৩০), পিতা- আহামদ হোছন, ১২। মোঃ ইমরান (২৫), পিতা- ওলা মিয়া, ১৩। মোঃ রাকিব (২২), পিতা- মোঃ শওকত, সর্বসাং- পূর্ব মেহের নামা, ৮নং ওয়ার্ড, ইউনিয়ন- পেকুয়া সদর, উপজেলা- পেকুয়া, জেলা- কক্সবাজার সহ আরো অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে ।