বার্তা পরিবেশক:
গত ১২/১১/২৪ ইং তারিখে দৈনিক কক্সবাজার পত্রিকায় প্রকাশিত “মাউই রিসোর্ট লিঃ” এর ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার অভিযোগ সংক্রান্তে প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

মাউই রিসোর্ট লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আখলাক আহমদ এর সহিত মেরিনা বীচ ভিলাস রিসোর্ট এন্ড স্পা লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট আবু শোয়াইব এর সহিত গত ১২/১০/১৮ ইং তারিখের ০৯ নং নোটারাইজড লীজ চুক্তিনামা হয়। একইভাবে আবু শোয়াইব এর সহিত গত ০১/০৪/১৯ ইং তারিখের ৩০২ নং জমি ভাড়া চুক্তিনামা হয়। উক্ত আবু শোয়াইব ১৫ বছরের লীজ সংক্রান্ত বিষয়ে মাউই রিসোর্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আখলাক আহমদ কে একখানা অনাপত্তি প্রদান করেন। মাউই রিসোর্ট’ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক লীজ চুক্তির মর্ম মোতাবেক আখলাক আহমদ নিজ খরচে ২ তলা বিশিষ্ট ২৪ টি কক্ষ, ২ টি কটেজ, উন্নত মানের রেস্টুরেন্ট, অফিস, সুইমিংপুল, কনফারেন্স হল, পাওয়ার হাউস ও নিরাপত্তা গেইট, অভ্যন্তরীন চলাচলের পথ, বিভিন্ন স্থাপনা নির্মাণ সহ পর্যটন কটেজ সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পন্ন করেন। ইহাতে মাউই রিসোর্ট’ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আখলাক আহমদ ২২,০০,০০,০০০/- (বাইশ কোটি) টাকা বিনিয়োগক্রমে মাউই রিসোর্ট নামকরণে গত ১৯/১১/১৯ ইং তারিখে মাউই রিসোর্টটি চালু করেন। পরবর্তীতে মেরিনা বীচ ভিলাস রিসোর্ট’ এন্ড স্পা লিঃ এর পরিচালক আবু শোয়াইব দূর্লোভের বশবর্তী হইয়া বেআইনী প্রক্রিয়ায় মাউই রিসোর্টের পরিচালক আখলাক আহমদকে উচ্ছেদ করার অপতৎপরতা করিলে আখলাক আহমদ তদ নিয়োজিত আইনজীবীর মাধ্যমে গত ৩১/১০/২১ ইং তারিখে বেআইনী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আবু শোয়াইব বরাবরে লিগ্যাল নোটিশ প্রদান করেন। তিনি উক্ত নোটিশের কোন কর্ণপাত না করিয়া সন্ত্রাসী লোকজন নিয়া মাউই রিসোর্টে হামলা করার চেষ্টা করিলে মাউই রিসোর্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গত ০১/০১/২১ ইং তারিখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে ২১ নং সাধারণ ডায়েরি করেন। মেরিনা বীচ ভিলাস রিসোর্ট এন্ড স্পা লিঃ এর পরিচালক আবু শোয়াইব এর বেআইনী কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে আখলাক আহমদ বাদী হইয়া মাননীয় যুগ্ম জেলা জজ (২য়) আদালতে ঘোষনামূলক এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনে অপর- ১৭৫/২০২১ ইং মোকদ্দমা দায়ের করেন। উক্ত মামলা বর্তমানে বিচারাধীন রহিয়াছে।

ইহা ছাড়াও মাউই রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আখলাক আহমদ এর নিকট অ্যাডভোকেট আবু শোয়াইব এর আপন দুধমাতা মর্জিয়া বেগম মাউই রিসোর্টের স্থিত জমির মালিকানা দাবী করেন। পরবর্তীতে উক্ত মর্জিয়া বেগম এর সহিত আখলাক আহমদের চুক্তির প্রেক্ষিতে মর্জিয়া বেগম তৎ স্বত্ব আখলাক আহমদকে ব্যবসায়িক নিরাপত্তার স্বার্থে একখানা অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা প্রদান করেন। আরো উল্লেখ্য যে, মেরিনা বীচ ভিলাস রিসোর্ট এন্ড স্পা লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবু শোয়াইব ব তৎ দুধমাতা মর্জিয়া বেগমের নিকট হইতে প্রতারণার আশ্রয় নিয়া ২’টি তর্কিত দলিল ১১৪০ ও ২৩৭৫ নং কবলা দলিল হাসিল করিয়া নেন। পরবর্তীতে উক্ত কবলার বিষয়ে মর্জিয়া বেগম অবগত হইয়া তর্কিত দলিলাদি জাল, ফেরবী ও অকার্যকর ঘোষণার নিমিত্তে মাননীয় যুগ্ম জেলা জজ (২য়) আদালতে অগর- ১৪৩/২০২৪ ইং মোকদ্দমা দায়ের করেন। উক্ত মামলা বর্তমানে বিচারাধীন রহিয়াছে।

উক্ত আবু শোয়াইব তর্কিত কবলা দলিল নিয়া মেরিনা বীচ ভিলাস রিসোর্ট এন্ড স্পা লিঃ এর নামে একখানা ৪৪৮ নং কবলা দলিল সৃজন করিয়া বেআইনী ভাবে নামজারী জমাভাগ ৬৩৮ নং খতিয়ান সৃজন করেন। উক্ত খতিয়ানের বিরুদ্ধে আবু শোয়াইব এর সহোদর যোন বাদী হইয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ ম্যাজিস্ট্রেট আদালতে ৫৩/২০২৪ ইং নামজারী আপিল মামলা দায়ের করেন। উক্ত নামজারী আপীল মামলা বর্তমানে বিচারাধীন রহিয়াছে। মাউই রিসোর্ট’ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আখলাক আহমদ আরো জানিতে পারেন যে, আবু শোয়াইবের সহোদর ভ্রাতা আবু সুফিয়ান নিক্সন এর প্রাপ্ত জমি ভিন্ন ব্যক্তিকে দাড় করিয়া ভিন্ন একজন ব্যক্তির নামে হস্তান্তর দলিল সৃজন করিয়াছে। তৎ বিষয়ে আবু শোয়াইব এর সহোদর ভ্রাতা আবু সুফিয়ান নিক্সন বাদী হইয়া মাননীয় যুগ্ম জেলা জজ (২য়) আদালতে অপর- ১১৭/২০২৪ ইং মোকদ্দমা দায়ের করিয়াছেন। উক্ত মামলা বর্তমানে বিচারাধীন রহিয়াছে। পরবর্তীতে আদালতে বিচারাধীন উক্ত মামলাগুলির বিষয় সম্পূর্ণ গোপন করিয়া আবু শোয়াইব গ্রাম আদালতে একখানা অভিযোগ দায়ের করিয়া বেআইনী ও যোগসাজশী আদেশ হাসিল করিয়াছেন। উক্ত গ্রাম আদালতের আদেশের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামু আদালতে গ্রাম আদালত আপীল ০১/২০২৪ ইং মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় মাননীয় আদালত শুনানিঅন্তে আবু শোয়াইবকে সমন নোটিশ জারি করেন। উল্লেখ্য যে, উক্ত গ্রাম আদালতের তর্কিত আদেশ হাসিল করিয়া মাউই রিসোর্ট লিঃ এর সাইনবোর্ড পরিবর্তন সহ দাঙ্গা হাঙ্গামা শুরু করিলে আবু শোয়াইব সহ তাহার সাঙ্গোপাঙ্গ বিএনপি নামধারী কতেক সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামু আদালতে সিআর ১১৭/২০২৪ ইং মামলা দায়ের করা হয়। যাহা বর্তমানে তদন্তাধীন রহিয়াছে। পরবর্তীতে আবু শোয়াইব মাউই রিসোর্ট’ লিঃ এর সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা ও ভিত্তিহীনভাবে মাউই রিসোর্ট’ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সহ অপরাপর ব্যক্তির বিরুদ্ধে পাল্টা মামলা সিআর ৬৭০/২০২৪ মামলা দায়ের করেন। তদ কারণে মাউই রিসোর্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সর্ব জনসাধারণকে কোনরূপ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করিলেন। উক্তরূপ সংবাদ ও ট্রেড লাইসেন্স জালিয়াতির বিষয়টি সঠিক নহে। অধিকন্তু মাউই রিসোর্ট লিঃ এর দায়েরকৃত মামলায় মাননীয় আদালত অডিটর (Auditor) নিয়োগের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত আয়-ব্যয় নির্ধারণ করার জন্য দিন ধার্য্য করিয়াছেন। মাউই রিসোর্ট লিঃ এর পরিচালক আখলাক আহমদ আবু শোয়াইবকে চুক্তির মর্ম মোতাবেক যাবতীয় পাওনাদি পরিশোধ করিয়াছেন। এমতাবস্থায় মাউই রিসোর্ট লিঃ ও ব্যবস্থাপনা পরিচালক আখলাক আহমদ গং দের সুনাম ক্ষুন্ন হওয়ায় গত ১২/১১/২০২৪ ইং তারিখে দৈনিক কক্সবাজার পত্রিকার প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করিলেন।