সম্প্রতি সময়ে সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, শ্রীশ্রী কালী পূজা এবং শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা শেষ হয়েছে। কক্সবাজার পৌরসভাসহ সদর উপজেলার ৫টি ইউনিয়নে এসব পূজায় অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপশি সার্বিক নিরাপত্তা প্রদান করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা।
বিশেষ করে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ’র নির্দেশনায় কক্সবাজার পৌরসভা এবং সদর উপজেলার ৫টি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা, কালী পূজা ও জগদ্ধাত্রী পূজা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন করতে পেরেছি। সেজন্য কক্সবাজার সদর উপজেলা এবং পৌর পূজা উদযাপন পরিষদ সর্বপরি সদর উপজেলার সকল সনাতনী জনগোষ্ঠির পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফয়জুল আজীম নোমানের মত একজন সাহসি, বিচক্ষণ ওসি যোগদানের কয়েকদিন পরেই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ফলে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় আমাদের পূজাগুলো সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি ওসি নোমানের কর্মকালীন সময়ে আমরা উপজেলাব্যাপি ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো নিরাপদে এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবো
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।