নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঝিলংজা মুক্তারকুল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ফয়সাল আহমেদ প্রকাশ আবদুল্লাহ আল ফয়সাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুল্লাহ আল ফয়সাল রামু চাকমারকুল ৮নং ওয়ার্ডে দক্ষিণ সাহামদের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। তিনি স্বপরিবারে কক্সবাজার শহরে ভাড়া বাসায় থাকতেন। সাংসারিক জীবনে এক সন্তানের জনক ফয়সাল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইএমবিএ ১৪ তম ব্যাচের কৃতি ছাত্র ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেল যোগে কক্সবাজার শহর থেকে ঝিলংজা মুক্তারকুলে একটি মাহফিলে যান ফয়সাল। ওই মাহফিল থেকে ফেরার পথে মহাসড়কে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ‘মৃত’ ঘোষণা করেন।
এদিকে, মো. ফয়সাল আহমেদ প্রকাশ আবদুল্লাহ আল ফয়সাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবরে শোকাহত হয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার।
সহকারি পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর এর প্রেরিত বার্তায় জানানো হয়েছে, কৃতি ছাত্র মো. ফয়সাল আহমেদের মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারকে শোকাহত করেছে।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোঃ মুজিবুর রহমান, ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসাইন চৌধুরী, ডীন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হামিদুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।