নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) কক্সবাজার জেলার ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শতশত প্রকৌশলী ও অতিথিবৃন্দকে সাথে নিয়ে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।

উদ্বোধন পরবর্তী প্রকৌশলীদের রেলি পাবলিক লাইব্রেরী ময়দান থেকে আরম্ভ হয়ে জেলা আইডিইবি কার্যালয় গিয়ে থামে। সেখানে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

এরপর প্রকৌশলীদের রেলিটি পুনরায় পাবলিক লাইব্রেরী হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আইডিইবির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথির রাখেন, চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ জয়নুল আবেদীন,আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী আব্দুল্লাহ টিটু।

জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী নেছার আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদিপ্ত খীসা।

প্রকৌশলী মোঃ জাবেরুল গনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকৌশলী মোস্তফা মুন্সি, কক্সবাজার জেলা রোডস এন্ড হাইওয়ের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রকৌশলী রমিজুর রহমান, প্রকৌশলী রমজান ইসলাম রুবেল, প্রকৌশলী ইমরান।

সমাপনী বক্তব্য রাখেন আইডিইবির জেলা সেক্রেটারি প্রকৌশলী হেলাল মোর্শেদ সোহাগ।

বক্তারা আইডিইবির বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকারের কথা তুলে ধরে বক্তব্য দেন।