শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে এখন জেলেদের লাগবে আর্টিসানাল নৌযানের অনুমিত পত্র বা লাইসেন্স যা দিচ্ছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
জানা গেছে, আর্টিসানাল নৌযানের অনুমিত পত্র বা লাইসেন্সটি নিতে বোট মালিকের জাতীয় পরিচয়পত্র, মাঝির জাতীয় পরিচয়পত্র, বোটের পরিমাপ, ইঞ্জিনের ক্ষমতা ও মডেল নম্বর , তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, ৩০০ টাকার স্ট্যাম্প সাথে আনতে হবে। প্রতি ৩ বছর পরপর নবায়ন করতে হবে এ আর্টিসানাল নৌযানের অনুমিতপত্রের।
এবিষয়ে কুতুবদিয়া মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সাথে কথা হলে তিনি জানান, প্রত্যেক বোট মালিককে সামুদ্রিক মৎস্য আহরণের জন্য আর্টিসানাল নৌযানের অনুমিতপত্র বাধ্যতামূলক। এটি বোটের লাইসেন্সের চেয়ে গুরুত্বপূর্ণ। এটি ছাড়া সাগরে মাছ ধরতে গেলে জরিমানা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এই লাইসেন্স চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর দেয়া হতো। এখন কুতুবদিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে নিতে পারবে জেলেরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।