ওবাইদুল হক;
খুলনার দৌলতপুর কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোসা: আলছানিয়ার স্থগিতকৃত এমপিও পুনরায় চালু করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে গতকাল বুধবার ১৩/১১/২০২৪ ইং তারিখ নির্দেশনা প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
ইতঃপূর্বে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর তদন্ত পূর্বক প্রভাষক মোসা: আলছানির নিবন্ধন সনদটি সঠিক হওয়ায় জাল সনদধারী ৬৭৮ জন শিক্ষক- কর্মচারীর তালিকার ৪৭০ নং ক্রমিক হতে তাঁর নাম কর্তনের সুপারিশ করে। তাছাড়া, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষও তাঁর নিবন্ধন সনদ সঠিক মর্মে মতামত প্রদান করে।
ভুক্তভোগী শিক্ষকের এমপিও চালুকরণ সংক্রান্ত মন্ত্রণালয়ের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট সকল দপ্তরে নির্দেশনার অনুলিপি প্রেরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।