সংবাদ বিজ্ঞপ্তি:
গত ১২ নভেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইএমবিএ ১৯ তম ব্যাচের কৃতি ছাত্র মো. ফয়সাল আহমদ এর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসাইন চৌধুরী।
তিনি মোটর বাইক চালানোর সময় সবাইকে হেলমেট পরিধানসহ সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন।
স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ।
সহকারী পরিচালক (পি আর এন্ড মিডিয়া) ইমাম খাইর এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি ছাত্র মরহুম মোহাম্মদ ফয়সাল আহমদ এর স্মৃতিচারণ করে বক্তব্য দেন চাচা ফিরোজ আহমদ ও ভগ্নিপতি এমরান হোসাইন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগ এর চেয়ারম্যান ড. মো. আতাউল্লাহ খালেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রাজিদুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক নাঈম উদ্দিন মাহমুদ।
এসময় বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. ফয়সাল আহমদ প্রকাশ আবদুল্লাহ আল ফয়সাল (৩০) মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা মুক্তারকুল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন।
তিনি রামু চাকমারকুল ৮নং ওয়ার্ডে দক্ষিণ সাহামদের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। স্বপরিবারে কক্সবাজার শহরে ভাড়া বাসায় থাকতেন ফয়সাল। সাংসারিক জীবনে তিনি এক সন্তানের জনক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।