মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারে বিচার বিভাগীয় সম্মেলন শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা বিচার বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ সভাপতিত্ব করবেন।
একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে ২ পর্বে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকালে সভাপতির স্বাগত ভাষণ। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। “দেওয়ানী ও ফৌজদারী মোকদ্দমার বিচার নিষ্পত্তিতে উদ্ভূত সমস্যা ও বিলম্বের কারণ সমুহ চিহ্নিতকরণ এবং উল্লেখিত সমস্যা হতে উত্তরণের উপায়” সম্পর্কে আমন্ত্রিত অতিথি সহ সকল পর্যায়ের কর্মকর্তা ও আইনজীবীদের উম্মুক্ত আলোচনা এবং সুপারিশমালা প্রণয়নের মাধ্যমে প্রথম পর্ব দুপুর ১ টায় সমাপ্ত হবে।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে শনিবার বেলা আড়াইটায়। এ পর্ব শুধুমাত্র বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এ পর্বে “উপস্থাপিত প্রতিবেদন সহ দেওয়ানী ও ফৌজদারী আদালতের কার্যক্রম পরিচালনায় উদ্ভুত সমস্যা সমুহ চিহ্নিতকরণ ও উহার সমাধানের লক্ষ্যে উম্মুক্ত আলোচনা” করা হবে। একইদিন বিকেলে সম্মেলনের সভাপতি জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এর সমাপনী ভাষনের মাধ্যমে দিনব্যাপী বিচার বিভাগীয় সম্মেলন বিকেল সাড়ে ৪ টায় শেষ হবে।
সম্মেলনে আমন্ত্রিত সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হয়ে সুচিন্তিত মতামত প্রদানের জন্য কক্সবাজার জেলা বিচার বিভাগের পক্ষে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।
এদিকে, শনিবার বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।