নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বেতার, কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ শিল্পী-কলাকুশলীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার কেন্দ্র প্রাঙ্গনে সঙ্গীত, পল্লীগীতী, আবৃত্তি, উপস্থাপনা, যন্ত্রসংগীতসহ বিভিন্ন অডিশনে উত্তীর্ণ ১৯২ জনের মধ্যে সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো: ছালাহ্ উদ্দিন।

উত্তীর্ণ শিল্পী-কলাকুশলীদের অভিননন্দন জানানোর পাশাপাশি তাদের সাফল্য কামনা করে প্রধান অতিথি বলেন, চর্চা চালিয়ে না গেলে এ সফলতা ধরে রাখা সম্ভব নয়। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা তৈরি করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ বেতার।

এ ছাড়া উৎসবমুখর পরিবেশে সনদ বিতরন অনুষ্ঠানের আয়োজন করায় বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক কেন্দ্রের পরিচালকসহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান মহাপরিচালক।

বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে এতে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, উপ বার্তা নিয়ন্ত্রক মো মাহমুদুন্নবী, উপ-আঞ্চলিক পরিচালক এ,এস,এম নাজমুল হাছান, আঞ্চলিক প্রকৌশলী এ,টি,এম মেহেদি হাসান কামাল এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক শামিমা নাসরিন শমীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

বেতার কক্সবাজার কেন্দ্রের ঘোষিকা শামীম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে বেতার, কক্সবাজার কেন্দ্রের কর্মকর্তা,শিল্পী-কলাকুশলীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর‌্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন বিভাগে জেলার ১,৭০০জন বেতারের এই কন্ঠস্বর পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হন সর্বমোট ১৯২জন।