বাইশারী প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন এর কৃতি সন্তানদের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ই নভেম্বর) বিকাল ৩টায় বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সংবর্ধিতরা হলেন, জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য, বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সম্মানিত সভাপতি ও পিপি এড. মুহাম্মদ আবুল কালাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য মং এ চিং চাক, বান্দরবান জেলা জজ আদালতের সরকারি কৌসূলী (জিপি) এড. আবু তালেব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. মোহাম্মদ ইসমাঈল, কক্সবাজার জেলা জজ আদালতের এপিপি এড. আব্দুর রশিদ, বান্দরবান জেলা জজ আদালতের এজিপি এড. আবু হেনা মোস্তফা কামাল।

এতে সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক রফিক বশরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত জেলা পরিষদের সদস্য ও পিপি এড. মুহাম্মদ আবুল কালাম বলেন, বাইশারীর যে কোন সমস্যা সমাধান অগ্রগামী ভূমিকা পালন করবেন। বাইশারী ইউনিয়নের প্রতিটি জায়গায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ খাতে উন্নয়ন বৃদ্ধি করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জিপি এড. আবু তালেব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে অন্যায়ভাবে দায়ের কৃত সকল মামলা প্রত্যাহার করার জন্য সকল চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনিরুল হক মনু। তিনি সকল অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মোহাম্মদ আলম।