সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়েছে সরকার। শুক্রবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। একইসঙ্গে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সামরিক কর্মকর্তাদেরও এ ক্ষমতা দেওয়া হয়েছে।

এ ক্ষমতা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতায় প্রযোজ্য হবে এবং প্রজ্ঞাপনের তারিখ থেকে তা কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রথমে সেনাবাহিনীর কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছিল। পরে ৩০ সেপ্টেম্বর নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের একই ক্ষমতা প্রদান করা হয়।