অন্তর্বর্তী সরকার ১০০ দিনের মধ্যে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৬৮ জনের রাজস্ব খাতে এবং ৮৩ হাজার ৮০৯ জনকে প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা) কাজের সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়া, গত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আর বর্তমানে ৫২ হাজার ১১৫ জন যুব প্রশিক্ষণ গ্রহণ করছে।
রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রেজাউল মাকছুদ জাহেদী আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জন কর্মপ্রত্যাশী যুবককে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।