সরওয়ার কামাল, মহেশখালী;
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানার পুলিশ।
মহেশখালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: মুহাম্মদ সাহাবুদ্দিন (সিআর-৩৩৩/২৩), পিতা: আবু জাফর, মো. বাকী বিল্লা হেলালী (সিআর-৫৭৫/১৭), ৬ মাসের সাজাপ্রাপ্ত, পিতা: সামসুদ্দোহা, মো. আবদুর রাজ্জাক (জিআর-৬৮০/১০), ৬ মাসের সাজাপ্রাপ্ত, পিতা: মৃত হাজী জাফর আহমেদ, মো. ইসমাইল (জিআর-১০২/১৯), ১ বছরের সাজাপ্রাপ্ত, পিতা: মো. কামাল মো. মাহবুব (বন-২৯/১৭), ৬ মাসের সাজাপ্রাপ্ত, পিতা: মৃত এজলাস মিয়া, আলা উদ্দিন (জিআর-৫২/২৩), পিতা: জহির আলম, আজিজ উল্লাহ (জিআর-২৯৬/২২), পিতা: মৃত আলী আহমদ ভুতু।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।