টেকনাফ প্রতিনিধি

পাহাড়ি অঞ্চলে সক্রিয় অপহরণ চক্রের অন্যতম হোতা বদরুদ্দোজাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে বদরুদ্দোজাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বদরুদ্দোজার কাছ থেকে একটি বন্দুক, দু’টি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দু’টি কিরিচ, একটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

বদরুদ্দোজা দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণ চক্র পরিচালনা করছিল। তার নেতৃত্বে সম্প্রতি হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে ডা. জহির অপহৃত হন। মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হলেও এই ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, “বদরুদ্দোজা অত্যন্ত ধূর্ত এবং ভয়ঙ্কর প্রকৃতির। বারবার স্থান পরিবর্তনের কারণে তাকে ধরতে সময় লেগেছে।”

পুলিশের পক্ষ থেকে অপহরণ চক্রের বিরুদ্ধে আরও অভিযান চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।