জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ভর্তি পদ্ধতি নিয়ে লিখিত পরীক্ষার প্রস্তাব দিলেও পরে এটি পরিবর্তন করা হয়।
আজ (১৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা হবে।
উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানিয়েছেন, লক্ষাধিক শিক্ষার্থীর জন্য লিখিত পরীক্ষা নেওয়া সময়সাপেক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান নিশ্চিত করতে এবং উচ্চশিক্ষার জন্য যোগ্যতা যাচাই করতে একটি মানসম্মত ভর্তি প্রক্রিয়া চালু করা হচ্ছে।
পরীক্ষার সময় ও বিষয়বস্তু নিয়ে পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।