কক্সবাজার প্রতিনিধি;

কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে আত্মগোপন করেও গ্রেপ্তার এড়াতে ব্যর্থ হলেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস ফিরোজ ভুঁইয়া।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফিরোজ ভুঁইয়ার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তার বিরুদ্ধে সেখানে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হিমেল হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল কক্ষে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ফিরোজ ভুঁইয়াকে নারায়ণগঞ্জে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।