সিবিএন ডেস্ক:
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আগের দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ না করলেও কলেজ ক্যাম্পাসের ভেতরে ক্লোজড ডাউন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আজ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে কমিটি গঠন করা না হলে আরও কঠোর আন্দোলন শুরু হবে।
শিক্ষার্থীদের আজকের ক্লোজড ডাউন কর্মসূচির কারণে পুরো তিতুমীর কলেজ এলাকাজুড়ে কড়া পুলিশি পাহারা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকামান ও টিয়ারশেল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
আজ সকালে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন ১৯৯৭ সাল থেকে চলছে। গত তিন মাসে প্রয়োজনীয় পেপারওয়ার্ক সম্পন্ন করা হয়েছে। সরকারের আহ্বানে সম্মান জানিয়ে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছে।
গতকাল মহাখালীতে ট্রেনে হামলার ঘটনায় শিক্ষার্থীরা লজ্জা ও দুঃখ প্রকাশ করেন। তারা দাবি করেন, এই ঘটনায় ৬ কলেজ বিভিন্ন গুজব ছড়িয়ে যাচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, রেল কর্তৃপক্ষকে আগেই অবরোধের বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু ট্রেন চালানো হয়েছে। ট্রেনে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সবাই এখন সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।