সিবিএন ডেস্ক:
আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কে রাজনীতি করবে আর কে করবে না, সেটা জনগণ নির্ধারণ করবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারে না।”
বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির আঙিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, “বিগত সরকার হত্যা ও লুটপাটের যে নজির স্থাপন করেছে, তার জন্য শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।” একইসঙ্গে তিনি আহ্বান জানান, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
খালেদা জিয়ার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠায়। সেখানে তাকে অত্যন্ত কষ্টকর ও স্যাঁতসেঁতে পরিবেশে রাখা হয়, যা তার গুরুতর অসুস্থতার কারণ।”
তিনি জানান, ছয় বছর কারাবাসের মধ্যেও খালেদা জিয়া কখনো মাথা নত করেননি। শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি শিগগিরই বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন বলেও নিশ্চিত করেন ফখরুল।
বক্তব্যে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক জঞ্জাল দূর করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।