সিবিএন ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও হাইপ্রোফাইল নেতাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর শুনানি আজ বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নতুন করে রিমান্ড আবেদন ও বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করা হয়।

সকাল ৯টায় বিচারের কার্যক্রম শুরু হলে একে একে কাঠগড়ায় দাঁড়াতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, শাজাহান খান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে। তাদের সবাইকে একটানা ৪৫ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা চরফ্যাশনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে শামীম হাওলাদার হত্যা মামলায় রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আনিসুল হকের বিরুদ্ধে মোট ৫৫টি মামলা হয়েছে, যার মধ্যে ৭টি মামলায় তাকে ৪৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

পরে রাশেদ খান মেনন, শাজাহান খান ও আনিসুল হককে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

এছাড়া, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে পল্টন থানার একটি হত্যা মামলায় এবং মিরপুর থানার আরেকটি হত্যা মামলায় প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়।

এই মামলাগুলোর শুনানি ও সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। অভিযুক্ত নেতাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও বিচার কার্যক্রম চলমান রয়েছে।