নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীর কালারমারছড়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি বরাদ্দকৃত ভূমিহীনদের ঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সরকারি বরাদ্দের ঘরের সত্ত্বাধিকারী মো. নুরুশ শাহা ও তাঁর স্ত্রী মোচ্ছাদ্দেকা বেগম জানান, “আমাদের পুরুষানুক্রমে দখল করা খাস জমিতে ভূমিহীন সনদের ভিত্তিতে জমি ও ঘর বরাদ্দ পেয়েছি। কিন্তু ৪-৫ মাস পর স্থানীয় আওয়ামী লীগ নেতা তারেক চেয়ারম্যানের সহযোগী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন, আইনের তোয়াক্কা না করে আমাদের ঘর জোরপূর্বক দখল করে নেন। ঘরটি তাঁর মা লায়লা বেগম ও প্রতিবন্ধী ভাইয়ের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেন।”
মোচ্ছাদ্দেকা বেগম বলেন, “আমাকে ঘর থেকে বের করে দিয়ে পুরো পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান কোনো ব্যবস্থা নেননি। প্রভাবশালীরা আমাদের জায়গা ছেড়ে দিতে বলেছে, না হলে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এখন ঘর হারানোর পাশাপাশি নিজেদের জীবনও হুমকির মুখে পড়েছে।”
স্থানীয় মহিলা মেম্বার সালমা আক্তার কলি জানান, “লায়লা বেগম ভূমিহীন নন। তার নামে জমি ও বাড়ি রয়েছে। দলীয় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ঘর দখল করা হয়েছে। আমি জানি, সেই ঘরে দীর্ঘদিন মোচ্ছাদ্দেকা ও তাঁর স্বামী বসবাস করতেন। প্রকৃত মালিক সনাক্ত করতে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত।”
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা বলেন, “আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি বা হস্তান্তর করা আইনত অবৈধ। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।