ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাঁঠালিয়া উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে বুধবার (২০ নভেম্বর) রাতে শাহজাহান ওমরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ করা হয়, দুর্বৃত্তরা উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে।
গ্রেপ্তারের আগে হামলার শিকার শাহজাহান ওমর
জানা যায়, বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর যাওয়ার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতেও হামলা চালানো হয়। ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে শাহজাহান ওমর বলেন, “আমি এসব মামলায় ভয় পাই না। লিখে রাখেন, আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হব।” তিনি অভিযোগ করেন, তার ওপর হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকন জড়িত।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, “কারা শাহজাহান ওমরের বাসভবন ও গাড়িতে হামলা করেছে, তা আমার জানা নেই।”
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, কাঁঠালিয়া থানার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।