হ্যাপী করিম , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ শে নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক দীপক ত্রিপুরা বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মহেশখালী পৌরসভার গোরকঘাটার ডাকবাংলো মোড় ও বড় মহেশখালী নতুন বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ৪১, ৪৬ ও ৪৮ ধারা লঙ্ঘন করায় ৫টি মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
এ সময় অভিযানকালে কক্সবাজার জেলা প্রসিকিউটর বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত কুমার মল্লিক, বেঞ্চ সহকারী’সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।