মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজার:
কক্সবাজারের রামু সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। ২১ নভেম্বর, বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম তার বক্তব্যে সশস্ত্র বাহিনীর অতীত ও বর্তমান ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ এবং দায়িত্বশীলতা জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখা এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের মূল্যবোধে অনুপ্রাণিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর ভূমিকা জাতির প্রতি তাদের অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয় এবং তাদের অবদানের প্রতি সম্মান জানাতে এ ধরনের আয়োজন অনন্য। এটি ভবিষ্যতে জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ রাখবে।

মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রামু সেনানিবাসে আয়োজিত এই অনুষ্ঠান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ এবং দেশের জন্য তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত অভিযানের স্মৃতিচারণা করা হয়। সেই সঙ্গে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে জাতির ঐক্য ও চেতনার প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।