এম ইউ বাহাদুর:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামি শ্রমনীতির বিকল্প নেই।
ইসলামী শ্রমনীতি,ইসলাম কল্যাণ রাষ্ট্র ছাড়া নয় তাই সর্বস্তরের শ্রমজীবী ও সকল পেশার মানুষকে দ্বীন বিজয়ের আন্দোলনে এগিয়ে আসতে হবে।
জননেতা নুর আহমেদ আনোয়ারী আরো বলেন, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদের বিদায়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
জাতীয় বীরদের পদাঙ্ক অনুসরণ করে বৈষম্যহীন শ্রমিক অঙ্গন প্রতিষ্ঠা করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলের সমবেত হই।
২২ নভেম্বর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেকনাফ পৌরসভার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী এসব কথা বলেন।
টেকনাফ উপজেলা সভাপতি জয়নত উল্লাহর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার প্রধান উপদেষ্টা শাহ মুহাম্মাদ জুবায়ের, উপদেষ্টা সাবেক ছাত্রনেতা রবিউল আলম ও মুহাম্মদ মাহিন।