প্রেস বিজ্ঞপ্তিঃ
তারুণ্য ভিত্তিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্ল্যাটফর্ম সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ এর মহেশখালী নর্দান এরিয়া কাউন্সিল এর উদ্যোগে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রধান ফটকে জলবায়ু ন্যায্যতার দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।

প্রোগ্রামটি সমন্বয় করেন উপ-প্রধান লিডার(এলডিএস) আব্দুল মান্নান রানা এবং সঞ্চালনায় ছিলেন এক্টিং-কোঅর্ডিনেটর (স্পেশাল) জিহাদুল ইসলাম ।

সমাবেশে বক্তব্য রাখেন মহেশখালী বাপার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, সহকারী প্রধান সংঘঠক(ওডিএস)রেজাউল করিম, দ্যা ডেইলি কক্সবাজার লাইভ এর সাংবাদিক রাজিন সালেহ প্রমূখ।

সভাপতির বক্তব্যে মোঃ ইলিয়াছ মিয়া বলেন, কপ ২৯ সম্মেলন আজারভাইজানের রাজধানীর বাকুতে অনুষ্ঠিত হতে চলেছে। সেই সম্মেলনের নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের জলবায়ু ন্যায্যতা জন্য আজকের এই সমাবেশ। আপনারা জানেন জলবায়ু পরিবর্তন হচ্ছে বর্তমান সময়ে চলমান বড় সংকট। জলবায়ু পরিবর্তন  বিশেষজ্ঞদের ধারণার বাইরে পরিবর্তিত হচ্ছে যার ফলে বিশ্বের নানা জায়গায় ভিন্ন ভিন্ন প্রাকৃতিক দূর্যোগ সংগঠিত হচ্ছে এবং অদূরভবিষ্যতে এর প্রভাব আরও ভয়াবহ হবে। এই পরিবর্তন এর কারণে আমাদের জেনারেশন এবং তার পরবর্তী জেনারেশন নানা সমস্যা ও সংকটে পতিত হবে। আমরা কপ২৯ সম্মেলনে ফসিল ফুয়েল বন্ধের সিদ্ধান্ত নিতে আহ্বান জানায়, কার্বন নিঃসরণ শুণ্যে নামিয়ে আনা,সবুজ শক্তিতে বিনিয়োগ এবং জলবায়ু তহবিল উত্তোলন ও সচ্ছতার সহিত ক্ষতিগ্রস্থ দেশগুলোতে তহবিল বরাদ্দের আহ্বান জানায়। সেই সাথে বাংলাদেশের তরুণদের এই সংকট থেকে উত্তরনের জন্য তরুণদের সামষ্টিক ভাবে কাজ করার আহ্বান জানান।

স্বাগত কথায় সিইএইচআরডিএফ এর উপ-প্রধান লিডার(এলডিএস)আব্দুল মান্নান রানা বলেন সিইএইচআরডিএফ এর উদ্যেগে ১১ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ধারাবাহিক জলবাযু সমাবেশ এর াজকে আমরা মাতারবাড়ী কয়লা বিদুৎ প্রকল্পের প্রধান গেইটের সামনে মাতারবাড়ী জলবায়ু সমাবেশ এর আয়েজন করেছি। এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশের সকল ধরণের কয়লা বিদুৎ বন্ধের আহ্বান জান্নাচ্ছি এবং সেই সাথে জলবায়ু পরিবর্তনের জন্য অভিযোজন, ক্ষতিকমানো, ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জলবায়ু কর্মী হিসেবে বাংলাদেশকে ন্যায্যতার ভিত্তিতে অর্থ বরাদ্দের জন্য আহ্বান করছি।

মহেশখালী বাপার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন আজকের এই জলবায়ু সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। আজারবাইজান এর বাকোতে বৈশ্বিক জলবায়ু সমাবেশ চলছে। এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে ও আন্তর্জাতিক সম্প্রদায় এর কাছে আহ্বান করছি বাংলাদেশ থেকে সকল প্রকার জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে জাস্ট ট্রানজিসনে পদার্পন করতে হবে, সেই সাথে বায়ু বিদুৎ, সৌরবিদুৎ, পানি বিদুৎতে রুপান্তর করার জন্য বর্তমান সরকার এর কাছে জোর দাবি জান্নাচ্ছি।

মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ বলেন আমরা আজ কোহেলিয়া নদীর তীরে এই জলবায়ু সমাবেশ থেকে আমাদের আগের কোহেলিয়াকে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের কাছে আকুল আবেদন করছি, কারণ এই নদীকে কেন্দ্র করে লক্ষ্যধিক মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল যা এখন নেই। এই জেলে পরিবার গুলো খুবই কষ্টে দিনাতিপাত করছে।
সহকারী প্রধান সংগঠক (ওডিএস)রেজাউল করিম বলেন জলবায়ূ পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের প্রথম ১০ টি দেশের মধ্যে ৪র্থ তম। তাই আমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য আমারা আন্তর্জাতিক মহলের কাছে ন্যায্য দাবি করছি।

মহেশখালী জনসুরক্ষা মঞ্চের – সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন বলেন আজকের এই জলবায়ু সমাবেশ বলতে চাই জলবায়ু পরিবর্তন আমাদেরকে নানা প্রাকৃতিক দুর্যোগ ঘিরে ধরেছে। আমরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই ক্ষতিপূরণের জন্য আমরা জলবায়ু ন্যায়বিচারের দাবি জান্নাচ্ছি ।

সহকারী প্রধান সংঘঠক(ওডিএস)রেজাউল করিম, যেভাবে শিল্পায়ন হচ্ছে, বনভূমি উজাড় করা হচ্ছে, প্যারাবন ধ্বংস করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে তাতে করে পৃথিবীর উষ্ণায়ন আরো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ যেহেতু সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় মাঝামাঝি  অবস্থানে আছে তাই বাংলাদশের জলবায়ু কর্মীরা জলবায়ু পরিবর্তন এর কারণে যে ক্ষয়ক্ষতি হবে তা পুষিয়ে নেয়া, কমিয়ে আনা, এবং জলবায়ুর সাথে খাপ-খাওয়ানোর জন্য জলবায়ু ন্যায্যতার দরকার।সেই ন্যায্যতার জন্য সিইএইচআরডিএফ এর আন্দোলন।

দ্যা ডেইলি কক্সবাজার লাইভ এর সাংবাদিক রাজিন সালেহ বলেন আজ আমরা এইখানে দাঁড়িয়েছি এই অঞ্চলের মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য,পরিবেশ -প্রতিবেশ সুরক্ষার নিশ্চিত করণে কথা বলার জন্য দাড়িয়েছে, আমাদের ব্যাক্তিগত কোন সমস্যা নিয়ে কথা বলার জন্য নয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার আজিজ সিকদার, তরুণ রাজনীতিক আব্দুল হামেদ, সাংবাদিক ফারুক আজম, মানবাধিকারকর্মী নূর মোহাম্মদ, সমাজকর্মী মাওলানা মহসিন।সিইএইচআরডিএফ মাতারবাড়ি ফোরামের সমন্বয়ক আলতাফ উদ্দিন, ধলঘাটা ফোরামের সমন্বয়ক আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।