এম.এ আজিজ রাসেল, সিবিএন
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ২৬০ জন নারী উদ্যোক্তা নিয়ে ২ দিনব্যাপী ই-কমার্স বিজনেস স্কিল ডেভেলপমেন্ট কোর্সের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
এসময় জেলা প্রশাসক বলেন, পর্যটনের অপার সম্ভাবনাময় কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের সুযোগ সৃষ্টি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, এক্স হেড মেটা এডভার্টিজিং ইন বাংলাদেশের পরিচালক মুনাফ মুজিব চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, উইমেন চেম্বার কক্সবাজারের সভাপতি জাহানারা ইসলাম ও সুইস কনটাক্ট বাংলাদেশের সিনিয়র এডভাইজার রোকন উদ্দিন আহমেদ।
২ দিনব্যাপী এই আয়োজনে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহ অনলাইনে উপস্থাপন, ব্যান্ডিং ও প্রচারণাসহ ই-কমার্সের দক্ষতা উন্নয়নে ফেইসবুক-মেটার কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করবেন।
২৪ নভেম্বর কোর্সে অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের সনদ বিতরণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের ইতি ঘটবে।