সিবিএন ডেস্ক
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে কী নিয়ে এই সংঘর্ষ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা জানিয়েছে, সংঘর্ষ এখনো চলছে এবং ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, তেজগাঁওয়ের বিটাক মোড় এলাকায় শিক্ষার্থীরা লাঠিসোঁটাসহ সংঘর্ষে জড়িয়েছেন। এক ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলছে, যা পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।