নিউ ইয়র্ক ষ্টেট পরকীয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করা ১১৭ বছর ধরে বলবত্ আইনটি বাতিলের বিলে ২২ নভেম্বর শুক্রবার স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্ণর ক্যথি হোকুল। এতাদিন ধরে নিউ ইয়র্কে বিবাহিত স্বামী-স্ত্রীদের কেউ বিবাহের বাইরে অন্য কারো সাথে ‘অন্তরাঙ্গ’ সম্পর্ক গড়ে তুললে তা মিসডেিমিনার ২য় ডিগ্রী অপরাধ হিসেবে গণ্য হত এবং প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলে যার শাস্তি ছিল ৯০ দিনের জেল। গভর্ণর হোকুলের স্বাক্ষরের পর হৃদয়ঘটিত অপরাধটি আর দোষের কিছু নয়। বিলে স্বাক্ষর করার সময় নিউ ইয়র্কের গভর্ণর হোকুল অবশ্য বলেছেন, তাঁর ৪০ বছরের দাম্পত্য জীবন অতি সুখৈর যদিও তাঁর পুর্ববর্তী তিনজন গভর্ণর, ডেভিড পিটারসেন, এলিয়ট স্পটজার ও এন্ড্রু কুমোর দাম্পত্য জীবন সুখের ছিলনা পরকীয়ার অভিযোগে।
পরকীয়ার বিরুদ্ধে ১১৭ বছর ধরে বহাল থাকা আইনটি মুলত: রচিত হয়েছিল নিউ ইয়র্ক ষ্টেটের বিবাহ বিচ্ছেদের সংখ্যা হ্রাস করতে। তবে এ পর্যন্ত উক্ত আইনে মাত্র ৫ জন দোষীসাব্যস্ত হয়েছিলেন এবং সর্বশেষ অপরাধের ঘটনাটি ধরা পড়েছিল ২০১০ সালে যখন নিউ ইয়র্কের বাটাভিয়া শহরে একজন বিবাহিত মহিলা একটি পার্কে ান্য এক পুরুষের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত থাকার সময় হাতে নাতে ধরা পড়েছিলেন। সুত্র নিউ ইয়র্ক পোষ্ট
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।