ভারতের উত্তরপ্রদেশের বেরেলি জেলায় একটি দুর্ঘটনায় গাড়ি সেতু থেকে রামগঙ্গা নদীতে পড়ে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সেতুর ভাঙা অংশের কারণে গাড়িটি নদীতে পড়ে যায়, এবং এতে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সেতুর সামনের অংশটি বন্যার সময় ভেঙে নদীতে পড়ে যায়। পরে সেখানে নির্মাণকাজ শুরু হলেও জিপিএস দেখে দ্রুতগতিতে সেই নির্মাণাধীন সেতুর উপর দিয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক। ফলস্বরূপ, গাড়িটি সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, সেতুর ভাঙা অংশ সম্পর্কে জিপিএসে কোনো আপডেট ছিল না, এবং সেতুতে সতর্কীকরণ বোর্ডও লাগানো ছিল না। এই কারণেই চালক দুর্ঘটনার শিকার হন।

এনডিটিভি প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতরা বেরেলি থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জ যাচ্ছিলেন। পুলিশ এখনও তাদের পরিচয় জানাতে পারেনি।

বাদায়ুন ও বেরেলি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে নদী থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।