লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে রবিবার রাতে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামক একটি সংগঠনের কথিত সমাবেশে যোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় হতদরিদ্র মানুষদের ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। জিপিএসে প্রলোভন দেখিয়ে ১ লাখ থেকে ১ কোটি টাকার সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। পরে স্থানীয়রা তাদের ঘেরাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়, এবং সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩টি চেয়ারকোচ বাস এবং ৪টি মাইক্রোবাস জব্দ করে। এ সময় ১১ জনকে আটক করা হয়।
গাড়িতে করে ৩ শতাধিক নারী, পুরুষ এবং কিশোর-কিশোরীকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। তারা জানায়, তাদেরকে ঋণের আবেদন করতে বলা হয় এবং সম্মেলনে যোগ দিতে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে। এই টোকেনধারী সবাইকে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে, তবে মূল হোতাদের এখনও আটক করা সম্ভব হয়নি। তাদের বেশিরভাগই ঢাকায় অবস্থান করছে এবং মাঝে মাঝে এসে ফরম পূরণ করে চলে যায়। পুলিশ আরও জানায়, সংগঠনটি ঢাকা থেকে ‘গণঅভ্যুত্থান’ সমাবেশ করার জন্য স্থানীয়দের প্রলোভন দেখায়, কিন্তু তাদের কোনো অনুমতি ছিল না এবং সমাবেশ অনুষ্ঠিত হয়নি।
স্থানীয়রা জানান, এক হাজার টাকার বিনিময়ে এক লাখ টাকা ঋণ পাওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। কয়েকজন গৃহবধূ জানান, তারা ঢাকা যাওয়ার জন্য গাড়ি ভাড়া হিসেবে এক হাজার টাকা দিয়েছেন এবং পরদিন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সমাবেশ।
অহিংস আন্দোলন বাংলাদেশ নামক সংগঠনটি দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল। তবে, পুলিশ জানিয়েছে, তাদের কোনো অনুমতি ছিল না এবং সমাবেশের আয়োজন বাতিল হয়ে গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।