সিবিএন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনী থেকে সব ট্রান্সজেন্ডার সদস্যকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। সম্ভাব্য এই নির্বাহী আদেশকে কেন্দ্র করে দেশটির ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ট্রান্সজেন্ডার সেনাদের শারীরিকভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করে চাকরি থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে ট্রান্সজেন্ডারদের নতুন করে সেনাবাহিনীতে যোগদানে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তবে সে সময় চাকরিতে থাকা সদস্যদের বহাল রাখা হয়েছিল। এবার তিনি চাকরিতে থাকা সকল ট্রান্সজেন্ডার সদস্যদেরও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

ধারণা করা হচ্ছে, আগামী ২০ জানুয়ারি, দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করবেন এবং আদেশটি তাৎক্ষণিক কার্যকর হবে।

উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে এসেছেন। তার লক্ষ্য হিসেবে তিনি যুক্তরাষ্ট্র থেকে কথিত ‘দুর্বলতা’ ও ‘বামপন্থী মতাদর্শ’ দূর করার বিষয়টি তুলে ধরেছেন।

তিনি এর আগে হুমকি দিয়েছিলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমালোচনামূলক বর্ণবাদী তত্ত্ব, ট্রান্সজেন্ডার ইস্যু, বা অনুপযুক্ত যৌন বা রাজনৈতিক বিষয় পড়ানো হলে সেই স্কুলের অর্থায়ন বন্ধ করা হবে।