বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়, যেখানে মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হন।
চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে সমাবেশ করেছেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চিন্ময় প্রভু নামে পরিচিত এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।