সরওয়ার কামাল, মহেশখালীঃ

মহেশখালীতে পুলিশের অভিযানে ১১ জন পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। ২৫ই নভেম্বর দিবাগত রাতে মহেশখালী থানার ওসি (তদন্ত) মোঃ তাজ উদ্দিনের নির্দেশনায় মহেশখালী থানার এসআই মহসীন চৌধুরী (পিপিএম)-এর নেতৃত্বে পুলিশের একটি টিম থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭টি জিআর পরোয়ানাভুক্ত ৫ জন এবং ৬টি সিআর পরোয়ানাভুক্ত ৬ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন: কালারমার ছড়া নোনাছড়ি এলাকার বকসু মিয়ার পুত্র শামসুল আলম, আধারঘোনা এলাকার মোঃ আলীর পুত্র মোহাম্মদ উল্লাহ, মোঃ নেছারের পুত্র এরশাদ উল্লাহ, কুতুবজোম তাজিয়াকাটা এলাকার আবু শমার পুত্র মোঃ সোনামিয়া, বড় মহেশখালী মুন্সীর ডেইল এলাকার বশির আহমেদের পুত্র জাফর আলম, ফরিদুল আলমের স্ত্রী মাশুকা আক্তার, জাফর আলমের স্ত্রী রাহেনা বেগম, বাঁচা মিয়ার পুত্র ফরিদুল আলম, ঠান্ডা মিয়ার পুত্র মোঃ সোলাইমান, কালা বাঁশির পুত্র জমির উদ্দিন।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন বলেন, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে মহেশখালী থানার পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।