নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ ফজর সিকদার মহলস্থ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রহমানিয়া মাদরাসার পরিচালক মুফতি মাওলানা সোলাইমান কাসেমী।
তিনি ৪ জন শিক্ষার্থীকে হিফযের সবক প্রদান করেন।
নতুন সবক গ্রহণকারীরা হলেন, মোঃ জাহেদ, মোঃ আকিব, মোঃ তাহসিন বিন কালাম ও মোঃ মোজাহিদ।
এর আগে হিফয সমাপনকারী শিক্ষার্থী মোহাম্মদ জিদান শেষ সবক তিলাওয়াত করে শুনান।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, লালদিঘি জামে মসজিদের খতীব ও পেশ ইমাম হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজি, লাইট হাউজ মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল মোস্তফা, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সিকদার মহল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ কাউছার।
এ সময় হাফেজ জবিহ উল্লাহসহ শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনেক ষড়যন্ত্র পেরিয়ে তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসা আজকে সুন্দর অবস্থানে এসে পৌঁছেছে। শিক্ষা দীক্ষায় ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। সফলতার এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সবার দোয়া ও পরামর্শ কামনা করেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।