লোহিত সাগরে মিসরের উপকূলে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে যাওয়ার পর ১৬ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন, এবং ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন গণমাধ্যম সিএনএন অনুযায়ী, নিখোঁজ পর্যটকদের মধ্যে দুইজন ব্রিটিশ এবং এক ফিনল্যান্ড নাগরিক রয়েছেন। এছাড়া, মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে চার মিসরীয় নাগরিকও রয়েছে।

মিসরের রেড সি প্রদেশের গভর্নর জানিয়েছেন, প্রমোদতরীটি ১৩ জন ক্রুসহ ৪৪ জন পর্যটক নিয়ে সাগরে প্রবাহিত হচ্ছিল। মঙ্গলবার ভোর ৫:৩০টার দিকে নৌকা থেকে বিপদ সংকেত পাঠানো হয়। কর্তৃপক্ষ জানায়, একটি ঢেউ আঘাত করার পর নৌকাটি ডুবে যায়।

নৌকাটি গত রোববার মার্সা আলম থেকে পাঁচ দিনের ডাইভিং ভ্রমণের জন্য রওনা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে মিসরীয় নৌবাহিনী এবং সামরিক বিমান।

মিসরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আল ফাতেহ এবং সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করতে প্রচেষ্টা আরও জোরদার করেছে। উদ্ধারকারী দলগুলো ২৪ ঘণ্টা কাজ করছে।