জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগীতার লক্ষে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ নিয়েছে বটতলি হকার ব্যবসায়ী সমিতি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নিয়োগকৃত কমিউনিটি ট্রাফিক পুলিশদের হাতে পোশাক তুলে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া বটতলি হকার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. শহিদুল আলম, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক কাইছার হামিদ ও অর্থ সম্পাদক আবু ইউসুফ।
বটতলি স্টেশনে ট্রাফিক পুলিশর সাথে কমিউনিটি ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনে যাত্রী, যানবাহন সুশৃংখলভাবে চলাচল করতে পারছেন। যা যানযট নিরসনে সহায়ক হচ্ছে। এর আগে বিভিন্ন সময় লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে ৩/৪টি স্থানে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ করেছে বটতলি হকার ব্যবসায়ী সমিতি। তাঁরা ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে ভূমিকা রাখছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান বলেন, দক্ষিণ চট্টগ্রামে বটতলি স্টেশন ব্যস্ততম একটি মিনিশহর। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এই শহর ভেদ করে গেছে। সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ায় হকার সমিতি মহত্বের পরিচয় দিয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত সকলের।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।