চট্টগ্রাম প্রতিনিধি;

চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আরও ৭-৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনা সম্পর্কে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ এনামুল নিশ্চিত করেছেন। হামলার সূত্রপাত হয় যখন ইসকন অনুসারীরা আদালত এলাকায় হামলা চালায় এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে আদালত ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এর আগে, ২৫ নভেম্বর, ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বাংলাদেশ পুলিশের ডিবি সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। তার জামিন না মঞ্জুর হলে বিক্ষুব্ধ অনুসারীরা আদালত এলাকায় হামলা চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং যানবাহন ভাঙচুর করে।

চট্টগ্রাম আদালত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।