সিবিএন ডেস্ক ;
চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন বিভাগীয় কমিশনাররা
চট্টগ্রাম: স্বাস্থ্য সেবা বিভাগে অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দীন
সিলেট: অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী
খুলনা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফিরোজ সরকার
রাজশাহী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ
এই নিয়োগের মাধ্যমে সরকারের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।