সিবিএন ডেস্ক:
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ইস্কনের আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, দেশের অস্থিতিশীলতা সৃষ্টিই বিশেষ কোনো গোষ্ঠীর লক্ষ্য।
মঙ্গলবার(২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জেনারেল জাহাঙ্গীর বলেন, “বিগত কয়েক মাসের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত। তবে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি, যা কিছুটা উদ্বেগের কারণ।” তিনি প্রশাসনকে মিথ্যা মামলায় কাউকে হয়রানি না করার নির্দেশও দেন।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে তিনি বলেন, “শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা চলছে। আমরা শিগগিরই একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে সক্ষম হবো।”
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।