চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

অপরাধী গ্রেফতার না হলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মশাল মিছিল থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

মশাল মিছিলে ইসলামি ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।