চট্টগ্রামে উগ্রবাদী ইসকন সদস্যদের হাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই হত্যার তদন্ত ও বিচার হবে বলে নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টা সবার কাছে শান্ত থাকার এবং যেকোনো অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে চট্টগ্রামে নিরাপত্তা জোরদারের নির্দেশও দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, “যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে ইসকন সদস্যরা চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন। তাঁকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ আইনজীবীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন। চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল করেছে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হত্যার ঘটনায় নিন্দার ঝড় বইছে এবং ইসকন নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।