মহাবীর কৃষক
ছালামত উল্লাহ
উত্তপ্ত অসহ্য প্রকট রৌদ্রস্নাতে হয় সোনার ফলন
যাদের হস্তে মৃত্যু মাটি নতুন রূপে পায় জীবন।
উদর শূন্য পেটে প্রাকৃতির সাথে লড়াই চলে
ঝড় তুফান উপেক্ষা করে, তাঁরাই ফলায় সোনার ফসল,
সেই আমার বাঙালী ঘরের মহাবীর কৃষক।
প্রাণ চাষে লাঙ্গল তুলে মাটির বুক ছিঁড়ে
সোনালী ধানের বপন করে,
ধীরে ধীরে মাঠিভেদ করে, উঁকি দিয়ে হাতছানি দেয়
তখন ঘাম ঝরানো মহাবীরের হাসি ফুটে।
কৃষক বাঁচলে আমরা বাঁচি-
বেঁচে থাকে দেশের অর্থনীতি চালিকাশক্তি।
গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ
অযত্নে অবহেলায় হ্রাস হচ্ছে কৃষি কাজ-
বীরের হালে থাকা কৃষক, পাড়ি দিচ্ছে শহর মুখী।
তারিখ :২৬-১১-২০২৪ খ্রি.
অবস্থান- চট্টগ্রাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।