সিবিএন ডেস্ক:

সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় জাতীয় ঐক্য অপরিহার্য। বিভাজন ঠেকাতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার বিতরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদী শক্তির হাত থেকে দেশের নির্বাচন ব্যবস্থাকে মুক্ত করতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়া, শিল্প-কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের বেতন নিশ্চিত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।