সিবিএন ডেস্ক:

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ ১,৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে। এছাড়া, সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষের দিন আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল এবং কোতোয়ালী মোড়ে সংঘটিত পৃথক ঘটনায় মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, সংঘর্ষের সূত্রপাত হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর। এরপর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।