সিবিএন ডেস্ক ;

কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে ৯ মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। তবে যাত্রী সংকটের কারণে গত ২৮ নভেম্বর জাহাজ মালিক কর্তৃপক্ষ চলাচলের তারিখ পিছিয়ে ১ ডিসেম্বর নির্ধারণ করেছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি এবং নাফ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। কেবল কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করবে।

কেয়ারি ক্রুজ অ্যান্ড লিমিটেডের কক্সবাজার শাখার ইনচার্জ নুর মোহাম্মদ ছিদ্দিকী জানান, জেলা প্রশাসন থেকে লিখিত অনুমতি পেয়েছেন। তবে যাত্রী সংকটের কারণে চলাচল শুরু হওয়ার তারিখ ১ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, নাফ নদীতে ডুবোচর জেগে ওঠা এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যদের মধ্যে কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিনিধি রয়েছেন।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রতিদিন ২ হাজারের বেশি পর্যটক ঢুকতে পারবে না। এছাড়া, রাত্রীযাপন শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাসে অনুমোদিত হবে এবং পর্যটকদের পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার নিশ্চিত করতে হবে।