নিজস্ব প্রতিবেদক:
সোনাদিয়ায় ম্যানগ্রোভ ফরেস্ট নিধন করে চিংড়িঘের নির্মাণের অভিযোগে দায়েরকৃত মামলা আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
২৮ নভেম্বর আপির বিভাগের বিচারপতি রেজাউল হকের বেঞ্চে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
বাদির পক্ষে শুনানি করেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও জয়নাল আবেদীন।
বিবাদী পক্ষে ছিলেন এডভোকেট শিশির মনির।
সূত্রে জানা গেছে, সোনাদিয়ায় ম্যানগ্রোভ ফরেস্ট নিধন করে অবৈধভাবে চিংড়ি ঘের নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন এডভোকেট রহিম উল্লাহ গং।
সোনাদিয়া মৌজা ছাড়া হামিদরদিয়া মৌজা, কুতুবজেোম মৌজা, তাজিয়া কাটা মৌজা, ঘটিভাংগা মৌজা ইসিএভুক্ত এলাকা নয় মর্মে রহিম উল্লাহ গং এর রিটের বিরুদ্ধে আপিল বিভাগে ২৮ নভেম্বর আপিল করেন এডভোকেট সানজিদা বেগম গং।
রীট পিটিশন নং ৩৯৭৩/২৪ এর আদেশের বিরুদ্ধে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩৯৭৩/২৪ দায়ের হয়।
২৮ নভেম্বর চেম্বার জজ আদালতে আপিলের শুনানী হয়।
রিট পিটিশনটি দুই মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য হাইকোর্টকে নির্দেশ প্রদান করেন আদালত।
আপিলকারীগণ আশা করেন, রিট পিটিশন অতি শীঘ্রই নিষ্পত্তি হয়ে জয় লাভ করবে তারা।