সিবিএন ডেস্ক
চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের বড় শ্যালক কে এম সিরাজ উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে নগরীর গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উল্লাহর বিরুদ্ধে কবিরহাট থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। “তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চট্টগ্রামের গ্রিনভিউ এলাকায় আত্মগোপনে ছিলেন,” বলেন ওসি।
সিরাজ উল্লাহর বিরুদ্ধে মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।